গণহারে ভিসা বাতিল হচ্ছে ভারতীয়দের

ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করে দিচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় দেশটির নতুন কড়া আইনের কারণে অন্যান্যদের মতো ভারতীয়দেরও ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।
 
ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলে প্রায় ৯৯ শতাংশই ভিসা পেয়ে যেতেন। আগে আবেদনকারী ভিসা বাতিলের পরিমাণ ছিল সর্বোচ্চ দুই শতাংশ এখন তা প্রায় তিনগুণ বেড়ে ছয় শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা।
 
দুবাই সরকারের নতুন ভিসানীতি অনুযায়ী, একজন পর্যটককে তার হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট, সব কিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না তা নিশ্চিত করতে হয়। পর্যটকের শেষ ৩ মাসের বেতনও দেখাতে হয়। ছাড়া ন্যূনতম ৫০ হাজার রুপিসহ ব্যাংক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়। এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *